নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরভোটই কার্যত সেমিফাইনালের মত। আর ভোটেই জিততে মরিয়া হয়ে রয়েছে রাজনৈতিক দল। কোভিড পরিস্থিতির কারনে প্রায় ১০০টি পুরসভার ভোট হয়নি রাজ্যে। কলকাতা, শিলিগুড়ির মত কর্পোরেশন এলাকা ছাড়াও বিভিন্ন পুরসভার কাজ চলছে প্রশাসক নিয়োগ করে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে ভোট প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মাত্র ১০ দিন সময় দিয়েছে রাজ্যকে ভোট নির্ঘন্ট ঘোষণা করার জন্যে। গত মে মাসে মেয়াদ ফুরোয় কলকাতা পুরসভার। তারপর নির্দেশিকা জারি করে সেখানে প্রশাসকমণ্ডলী নিয়োগ করে তার মাথায় বসানো হয় বিদায়ী মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে। যা নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে। তারপর একে একে সমস্ত পুরসভাতেই প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। অধিকাংশ জায়গাতে বিদায়ী চেয়ারম্যানদেরই সেই পদে বসানো হয়। তবে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্য যদি ভোট করাতে না পারে তাহলে আদালতই স্বাধীন প্রশাসক নিয়োগ করবে।রাজ্যকে আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে কবে হবে রাজ্যের পুরসভা ভোট। করোনা পরিস্থিতির মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন সাঙ্গ হয়েছে বড় কোনও বিপত্তি ছাড়াই। সম্পন্ন হয়েছে গ্রেটার হায়দরাবাদ পুরভোটও সঙ্গে একাধিক রাজ্যের উপনির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এ রাজ্যেও পুরভোট হতে সমস্যা কোথায়? শেষমেশ তা হয় কিনা সেই জবাব অবশ্য আগামী ১০ দিনের মধ্যেই পাওয়া যেতে পারে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন