নিজস্ব সংবাদদাতা : রেলের বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল নেত্রীর। ২০২০-২১ আর্থিক বছরে রেল বাজেটে বাংলার বিভিন্ন রেলওয়ে প্রকল্প ১ হাজার কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। সেই ইস্যুতেই কেন্দ্রকে নতুন বছরের শুরুতেই তোপ দাগলেন শশী পাঁজা। শশী পাঁজা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য যে সমস্ত প্রকল্প নিয়েছিলেন, সেইসব প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে উন্নয়ন হয়েছিল, তা পুরোপুরি থমকে গিয়েছে। সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে রেলেক আর্থিক কাঠামো। রেল বাজেটও বর্তমান সরকার তুলে দিয়েছে। রেল ব্যবস্থা দেশের ঐতিহ্য। আর সেই রেল বেসরকারি হাতে চলে যাচ্ছে। মন্ত্রী শশী পাঞ্জা বলেন, লক্ষ্মীকান্তপুর-নামখানা নতুন লাইনের জন্য ২০১৯ সালের রেল বাজেটে কেন্দ্র বরাদ্দ করে ১০ লক্ষ টাকা। বর্ধমান-কাটোয়া রেলপথ সংস্কার, আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি রেলওয়ে প্রকল্পেও এই একই পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে। দীঘা থেকে জলেশ্বর, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত রেললাইন, আরামবাগ থেকে চাপালডাঙা, আরামবাগ থেকে ইরফালা, ইরফালা-ঘাটাল, আরামবাগ- চাঁপাডাঙ্গা, ময়নাপুর-কামারপুকুর পর্যন্ত ইত্যাদি রেলের প্রকল্পে রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে ১ হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছিল। এভাবেই রেলের ক্ষেত্রে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, শুধুমাত্র রাজনীতি করার জন্য একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন চালু প্রকল্প আটকে রেখে দেওয়া হচ্ছে। আর তার ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন