২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টার রাজ্যে ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি–ওলা–উবেরের৷ ভাড়া বৃদ্ধির দাবিতে তাঁদের এই ধর্মঘট। আগেই রাজ্য সরকারের কাছে ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে ট্যাক্সি সংগঠনগুলি।
সকাল ৭টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো–অর্ডিনেশন কমিটি। করোনা পরিস্থিতির জেরে একটানা লকডাউনে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাক্সিমালিকরা। এর ওপর ডিজেলের দাম-বৃ্দ্ধির জেরে ঘোর সংকটে ট্যাক্সিমালিকরা। ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সিমালিকরা। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে হলুদ ট্যাক্সি সংগঠনগুলি। ভাড়া না বাড়ালে ধর্মঘট জারি থাকবে বলে জানানো হয়েছে।
ট্যাক্সি অ্যাসোসিয়েশন দাবি, প্রথম দু’কিলোমিটারের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ করতে হবে। তাছাড়া পরের প্রতি কিলোমিটারের ভাড়া ১৫ টাকা থেকে ২৫ টাকা করতে হবে। একই দাবিতে ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই আন্দোলনে নামছে ৷ তাঁদের সাফ দাবি, ভাড়া বৃদ্ধি না হলে ধর্মঘট তাঁরা করবেনই। এর আগে বেসরকারি বাসের মত হলুদ ট্যাক্সির জন্যেও ১৫ হাজার করে প্যাকেজের দাবি করেছিলেন বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের নেতা বিমল গুহ।
Report by web desk
Reported on – 10/02/2021
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত