নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠীতে পুজো উদ্বোধন করে বাংলায় সম্বোধনের পর এবার অষ্টমীতেও বাংলায় শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।মহাঅষ্টমীর দিন রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটে লেখেন, ” সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।” করোনা পরিস্থিতিতে সতর্কবিধি মেনে বাংলায় চলছে দুর্গাপুজো। এদিন সকাল থেকেই শুরু হয়েছে অষ্টমী পুজো। সকাল থেকেই শহরের বিভিন্ন বারোয়ারি পুজোগুলিতে শুরু হয়েছে অঞ্জলি পর্ব। এদিনও রাজ্যবাসীকে সুস্থ থাকতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ।দুর্গাপুজোর শুরুতেই আপামর বাঙালি ও রাজ্যের মন কাড়তে অনলাইনে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বাংলাতেই আওড়েছিলেন রাজ্যের সংস্কৃতির ইতিহাস। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন ওইদিন। আজ মহাষ্টমীর সকালে বাংলায় দিলেন শুভেচ্ছা বার্তা। মূলত বাঙালির হৃদয় ছোঁয়ার চেষ্টা করেছেন তিনি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল