নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভায় নিজেদের শক্তি একধাক্কায় অনেকটা বাড়িয়ে নিল বিজেপি। উত্তরপ্রদেশের ৮ এবং উত্তরাখণ্ডের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল গেরুয়া শিবির। এর ফোলে স্রেফ বিজেপির আসন সংখ্যাই পৌঁছে গেল ৯২-এ। সার্বিকভাবে এনডিএর আসন সংখ্যা পেরিয়ে গিয়েছে সেঞ্চুরির গণ্ডি। যা পরবর্তীকালে কোনও গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে সুবিধা দেবে শাসক শিবিরকে।বিজেপির জোটসঙ্গীদের মধ্যে বিহারের নীতীশ কুমারের দল জেডিইউয়ের সাংসদ সংখ্যা পাঁচ। এছাড়া অন্যান্য ছোট দলগুলির সাংসদ সংখ্যা ৭টি। ফলে রাজ্যসভায় এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে হল ১০৪। সেই সঙ্গে চারজন মনোনীত সদস্যেরও ভোট পাবে তারা। রাজ্যসভায় ম্যাজিক ফিগার ১২১-এর আরও কাছে পৌঁছে গেল তাঁরা। এছাড়াও বিজেডি, টিআরএস, এআইএডিএমক, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলি প্রয়োজন পড়লেই শাসক শিবিরকে সমর্থন করবে। উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ৮ টি আর সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি ১ করে আসনে জয়লাভ করেছে। বিজেপির থেকে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং, ব্রিজ লাল, নীরজ শেখর, হরিদ্বার দুবে, গীতা শাখ্য, বি এল বর্মা ও সীমা দ্বিবেদী রাজ্যসভা আসনে জয়লাভ করেছেন। অন্য দিকে সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ও বহুজন সমাজ পার্টির প্রার্থী রামজী গৌতম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।এই ক্ষেত্রে রাজ্যসভার এই ১০ জন সাংসদের কার্যকাল ২৫ নভেম্বর সম্পূর্ণ হয়েছে। সেই ১০ টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির ৩ , সমাজবাদী পার্টির ৪, বহুজন সমাজ পার্টির ২ আর কংগ্রেসের ১ আসন ছিল। রাজ্যসভার নির্বাচনে ৯ জন বিজেপির প্রার্থী জেতার পরিস্থিতিতে ছিল। কিন্তু শুধু বিজেপির শুধুমাত্র ৮ জন প্রার্থী দাঁড় করিয়েছিল আর একটি আসন ছেড়ে দিয়েছিল। বিজেপির এই সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু কংগ্রেস ও সমাজবাদী পার্টি এক্ষেত্রে বহুজন সমাজ পার্টির সঙ্গে বিজেপির আঁতাত বলে আখ্যা দিয়েছিল।অন্যদিকে, কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়াল মাত্র ৩৮। যা কিনা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সর্বনিম্ন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল