নিজস্ব সংবাদদাতা : ‘রাজ্যে আল কায়েদা জঙ্গি সংগঠন ছড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই।’ আবার বোম ফাটালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের উক্তি, ‘আল কায়েদা ছড়িয়ে পড়ছে, অবৈধভাবে বোমা বানানো চলছে বহুল পরিমাণে, আমি জানতে চাই প্রশাসন কী করছে?’ ধনকরের বিস্ফোরক দাবি, রাজ্যের ডিজিপির পদ এখন ওপেন সিক্রেট, তাই এখানে কাজ করছে ‘পলিটিক্যাল পুলিশ’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলার সুরক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে ধনখড় বলেন, “২০২১ সাল পশ্চিমবঙ্গের জন্য একটি চ্যালেঞ্জিং বছর। যেহেতু এবার রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নির্বাচন যেমন হয়েছে, তা থেকে বেরিয়ে আসার এবার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। ভোটারদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। আমলাতন্ত্র ও পুলিশদের ভূমিকাও নজরে রাখতে হবে। এখন সময় এসেছে সর্বোত্তম প্রচেষ্টার মাধ্যমে রাজ্যে একটি উদাহরণ স্থাপন করা। প্রতিটি ভোটার যাতে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। নির্বাচনকে হিংসামুক্ত করাই এবার চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’
Report by web desk
Reported on – 10/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত