নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রস্তুতি খুঁটিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার । ১৬ তারিখ রাতে কলকাতাতে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। রাজ্যের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার ব্যাপারে এখনও পর্যন্ত আগ্রহ প্রকাশ করেনি ডেপুটি নির্বাচন কমিশনার। আপাতত রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খুঁটিনাটি আকারে বুঝে নিতে চাইছে নির্বাচন কমিশন। তার জন্যই ডেপুটি নির্বাচন কমিশনের সঙ্গে আরও আধিকারিক আসতে পারেন। ১৭ তারিখ মেদিনীপুর এবং বর্ধমান ডিভিশনের ডিএম পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে মিটিং করবেন কলকাতার গ্র্যান্ড হোটেলে। ওইদিনই রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা ডেপুটি ইলেকশন কমিশনারের। একইসঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন ।১৮ তারিখ হেলিকপ্টার করে প্রথমে যাবেন মালদহ ডিএম অফিস । প্রথম দফায় মালদহ ডিভিশনের ডিএম পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে মিটিং করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। দ্বিতীয় দফায় হেলিকপ্টারে করে আবার চলে যাবেন শিলিগুড়ি। শিলিগুড়ি সার্কিট হাউজের জলপাইগুড়ি ডিভিশনের ডি এম এস পি ও নিয়ে মিটিং করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। তবে শিলিগুড়ি থেকেই তিনি দিল্লি ফিরে যাবেন নাকি আবার কলকাতা সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডিএম-দের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে নির্বাচনের প্রস্তুতির সবরকম ব্যবস্থা নিয়ে রাখতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন আধিকারিক। সবরকম রিপোর্ট তৈরি করে রাখতে বলা হয়েছে যাতে ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে তা পেশ করতে পারেন জেলাশাসকরা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন