নিজস্ব সংবাদদাতা : রাজ্যের কোভিড পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হল।আরও বাড়ল সুস্থতার হার। ৬ আগস্ট শেষ বার, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজারের নীচে ছিল। এর পর থেকে তা ক্রমশ বেড়ে যাচ্ছিল। অবশেষে ১২১ দিন পর তা ফের নামল ২৪ হাজারের নীচে। সুস্থতা বাড়তে থাকায় হাসপাতালের শয্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে রাজ্যে। বর্তমানে রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট ১০২টি হাসপাতালে কোভিড চিকিত্সা হচ্ছে। রাজ্য জুড়ে মোট ১৩ হাজার ৫৩৪টি শয্যা চিকিত্সার জন্য চিহ্নিত রয়েছে। এর মধ্যে ২৫.৭২ শতাংশ শয্যা বর্তমানে ভরতি রয়েছে।কলকাতা এবং উত্তর ২৪ পরগণা, দুই জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমেছে। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও বেশ অনেকটাই কমেছে। এখন দুই জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজারের নীচে নেমে এসেছে।রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২৩ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ৮১ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৩.৪৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২০৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৫৬। নতুন করে আরও ৪৯ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৬৭৭। রাজ্যে মৃত্যুহার বর্তমানে ১.৭৩ শতাংশে রয়েছে।এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৯১ হাজার ৬৬৮ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৬৭ হাজার ৬৮৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২০ শতাংশ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন