রাহুল গুপ্ত (প্রতিনিধি ) , মানসী ঘোষ ( সহ _ প্রতিনিধি ) কুন্তল মন্ডল (চিত্রগ্রাহক )
রাজ্য খাদি মেলা যেন সব পেয়েছি আসর। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে , পোশাকের সম্ভার সঙ্গে ঘর সাজানোর জিনিস সব নিয়ে রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা ২০২২-২৩.


গ্রামীণ বাংলার বিভিন্ন জেলা থেকে এবার হাজির হয়ে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় আসা ক্রেতাদের মন কাড়ছে।


এদিন স্বামীজীর জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে সংগীত পরিবেশন করলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর লালপাহাড়ী ঝুমুর সম্প্রদায়ের শিল্পীরা। ৩০ ডিসেম্বর থেকে এই মেলা শুরু হয়েছিল , হাতে আর মাত্র ৪ দিন। মেলা চলবে আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত। তাই বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের সংখ্যা।





কেউ কিনছেন পোশাক , তো কেউ আবার ঘর সাজানোর জিনিস। হাতের নানা কাজের খোঁজ আপনি পেয়ে যাবেন এই মেলায়।



শুধুমাত্র এই রাজ্য থেকে নয় , সুদূর জম্মু কাশ্মীর থেকেও এসেছেন খাদির পোশাক নিয়ে বিক্রেতারা।


পিংলা থেকে এসে কোলের ছোট্ট শিশু কে নিয়ে হাতের কাজের পসরা সাজিয়ে বসেছেন মহিলারা। এই মেলায় যা বিক্রি হয় , তা সারাটা বছর বেঁচে থাকার রসদ যোগায় , বলছেন রাজ্যের বিভিন্ন জেলার থেকে আসা বিক্রেতারা।


উল্লেখ্য এইবার খাদি মেলায় মোট ১১৩ টি ষ্টল বসেছে। সুতি , রেশম , তসর , গরদ , কেটিয়া , মসলিন , পশম প্রভৃতি পোশকের বিপুল সমাহার রয়েছে এইবারের খাদি মেলায়। পাশাপাশি রয়েছে গ্রামীণ শিল্পের নানান সামগ্রী। কাঠের পুতুল , বর্ধমান এবং বীরভুমের কাঁথাস্টিচ , মুর্শিদাবাদের রেশম বস্ত্র , মেদিনীপুরের মাদুর , কোচবিহারের শীতল পাটি ইত্যাদি নানারকম সামগ্রীর স্টল নিয়ে সেজে উঠেছে এইবারের খাদি মেলা।


খাদিকে বাঁচাতে রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছে। পুরুলিয়া জেলায় বলরামপুর ব্লকে পলাশ ফুল থেকে আবির তৈরী প্রকল্প , বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে প্রজেক্ট পটচিত্র , মুর্শিদাবাদে জেলার অন্তর্গত ভগবানগোলা – ১ ব্লকে ভাগীরথী হানি প্রকল্প , অন্যদিকে দার্জিলিংয়ে মধু প্রক্রিয়াকরণের প্রকল্পের কাজ চলছে।

পাশাপাশি রাজ্যের মানুষের কাছে কম দামে খাদির দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে জনতা খাদি প্রকল্প।

FOLLOW US : Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন