নিজস্ব সংবাদদাতা : এবার সেই কৃষি আইনের বিরোধিতা করে পাঞ্জাবের অমরিন্দর সরকারের আনা কৃষি বিল নিয়ে শুরু প্রতিবাদ। রাতভর পাঞ্জাব বিধানসভায় অবস্থান বিক্ষোভ করলেন আপ বিধায়করা। তাঁদের দাবি, রাজ্য সরকারের আনা কৃষি বিলের খসড়া দেখানো হোক।
মঙ্গলবার বিধানসভায় পেশ হবে এই বিল। তার আগে কৃষি বিল বিরোধীদের দেখানো হোক, দাবি আপ বিধায়কদের। সোমবার এই কারণে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। বিরোধী দলনেতা আপ-এর হরপাল চিমা জানালেন, ‘কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যের কৃষি বিলকে সমর্থন করবে আপ। কিন্তু সেই বিলের খসড়া আমাদের দেখানো হোক। আমরা এখনও তা চোখে দেখিনি। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক বা আলোচনা করব কীভাবে?’ একই দাবি তুলেছেন অকালি বিধায়করা। কেন্দ্রের আনা কৃষি আইন নিয়ে সবথেকে বেশি বিক্ষোভ হয়েছে পাঞ্জাবে। পথে নেমেছেন কৃষকরা। বিক্ষোভের আঁচ পড়েছে বিধানসভায়। রাজ্যের কংগ্রেস সরকার, বিরোধী আপ প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে এনডিএ ছেড়েছে অকালি দল।এবার রাজ্য সরকারের কৃষি বিল নিয়ে সরগরম বিধানসভা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল