নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল ৫০ টাকা। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। চলতি বছরে রান্নার গ্যাসের দাম সবচেয়ে বেশি বেড়েছিল গত ফেব্রুয়ারি মাসে। সেবার এক লাফে ১৪৯ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। তারপর জুন মাসে বেড়েছিল ৩২ টাকা। জুলাই মাসে আবার বাড়ে সাড়ে চার টাকা।রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এ নিয়ে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কোভিডের মধ্যে এমনিতেই মানুষ অর্থনৈতিকভাবে দুর্দশার মধ্যে রয়েছেন। তার মধ্যে এই দামবৃদ্ধি আসলে মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া। কেন্দ্রীয় সরকার সেই কাজটাই করছে।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘একদিকে অন্নদাতারা রাস্তায় বসে রয়েছেন। অন্য দিকে রান্নাঘরে আগুন। কৃষি জমি থেকে রান্নাঘর পর্যন্ত সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রী বারাণসীতে গিয়ে উত্সব করছেন। অন্যদিকে অল্প হলেও পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় আজ পেট্রলের দাম লিটারে ১৫ পয়সা ও ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়েছে। এখন কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮৪.০২ টাকা। ডিজেলের দাম ৭৬.২২ টাকা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন