নিজস্ব সংবাদদাতা : ‘বিজেপি নৈতিকভাবে ৩৫৬ ধারার পক্ষে নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা উচিত। আমরাও আসব। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ না থাকলে তখন ৩৫৬ ধারা জারির পরিস্থিতি আসবে। তখন আমরাও ভেবে দেখব। রাষ্ট্রপতি শাসন পরিস্থিতির উপর নির্ভর করবে।’ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যও রাজনৈতিকভাবে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, বাংলায় গুরুতর পরিস্থিতি। বিজেপি নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের দাবি ন্যায়সঙ্গত। তবে ভারত সরকার রাজ্যপালের সুপারিশ মেনে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিজেপি নেতারা যে দাবি করছেন, তা অনুচিত নয়। বিজেপির রাজ্য সভাপতির গলাতেও শোনা গেলো একই সুর। লোকসভা ভোটেও ব্যাপক হিংসার অভিযোগ তুলেছেন দিলীপবাবু। তাঁর কথায়,”কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বাংলায় লোকসভা নির্বাচনে সব আসনে রিগিং, হিংসা হয়েছে। গোটা দেশে ভোট হল, অথচ যত ঝামেলা এখানে। পঞ্চায়েত ভোটেও তো একই জিনিস দেখলাম।”রাজ্যপালের বক্তব্যকে এদিন সমর্থন করে দিলীপ ঘোষ জানান, পুলিশ-প্রসাশন সরকারের হিংসার নীতিকে মদত দিচ্ছে। রাজ্যপাল সত্য কথাই বলেছেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বাংলায় বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি। তার আগেই জমে উঠেছে গেরুয়া বাহিনীর সঙ্গে সবুজ বাহিনীর টাগ ওফ ওয়ার।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন