মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

রাহুল রায়ের অবস্থা এখন স্থিতিশীল


নিজস্ব সংবাদদাতা : ব্রেন স্ট্রোকে আক্রান্ত রাহুল রায়ের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসক এবং তাঁর জামাইবাবু সমীর সেন। তবে অভিনেতার শরীরের ডান দিকের অংশ, বিশেষ করে হাত, পা ও গোড়ালি নড়াচড়া করতে বিশেষ অসুবিধা হচ্ছে। তবে চিকিৎসায় ও ওষুধে কাজ হচ্ছে। প্রসঙ্গত, কারগিলে প্রচন্ড ঠান্ডায় শুটিং করতে গিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ‘আশিকী’ খ্যাত অভিনেতা রাহুল রায়। একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই নায়কের অসুস্থ হওয়ার খবরে সারা ভারতের বহু মানুষই নড়েচড়ে বসেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে রাহুলের চিকিৎসায় যুক্ত ডাক্তাররা প্রাথমিকভাবে জানান তাঁর কথা বলতে, লিখতে ও কারও কথা বুঝতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে। একে ডাক্তারি পরিভাষায় অ্যাফাসিস বলে। রাহুলের অস্ত্রোপচার করার কথাও ভাবা হচ্ছে। এই বিশেষ অস্ত্রোপচারের পদ্ধতিগত নাম স্টেন্টিং। এই অ্যাফাসিস সাধারণত হয় হঠাৎ করে স্ট্রোক কিংবা মাথায় আঘাত লাগার কারণে । কাশ্মীরের কারগিলে প্রচণ্ড ঠাণ্ডায় শুটিং করার সময় রাহুল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ৫২ বছরের অভিনেতাকে প্রথমে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। বৃহস্পতিবার তাঁকে হেলিকপ্টারে করে শ্রীনগর থেকে মুম্বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সেনারাই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় আইসিইউতে। অভিনেতার স্ত্রী ও বোন প্রিয়াঙ্কাকে জানানো হয়। প্রিয়াঙ্কা ও জামাইবাবু সমীর সেন ছুটে আসেন। অভিনেতা নানা পাটেকর এবং তাঁর ছেলে মল্লারও রাহুলকে সহায়তা করার জন্য এগিয়ে যান। জানা যাচ্ছে রাহুল, পরিচালক নীতীন গুপ্তার একটি ছবিতে কর্নেলের ভূমিকায় অভিনয় করছিলেন। ঠিক ছিল সতেরো দিন ধরে শুটিং হবে কারগিলে। শুটিংয়ের আর মাত্র দু’দিন থাকার সময়ে অসুস্থ হয়ে পড়েন রাহুল।

Share this News
error: Content is protected !!