নিজস্ব সংবাদদাতা : বলিউডকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। গত কয়েক মাস ধরে বলিউড-সহ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যেভাবে প্রচার চালানো হচ্ছে, তাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার বিরুদ্ধেই এবার দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করা হল বলিউডের ৩৮টি প্রযোজনা সংস্থা এবং ফিল্ম বডির তরফে। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অজয় দেবগন, ধর্মা প্রোডাকশন, কবীর খান ফিল্মস-সহ বিভিন্ন প্রযোজনা সংস্থা একজোট হয়ে দ্বারস্থ হল আদালতের। বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থার পাশাপাশি দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফে ওই মামলায় নিজেদের নাম নথিভুক্ত করা হয়েছে।দীর্ঘ কয়েক মাস ধরে বেশ কয়েকটি সংবাদ সংস্থার তরফে বলিউডের বিরুদ্ধে নোংরা এবং অশালীন শব্দ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বি টাউনের বিরুদ্ধে অপশব্দ ব্যবহারের পাশাপাশি বারবার এই ইন্ডাস্ট্রির মানুষদের মাদকের নেশায় আসক্ত বলে আক্রমণ করা হচ্ছে। তাতে ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়। টিআরপি বাড়ানোর চক্করেই বলিউডের বিরুদ্ধে ওই ধরনের নোংরা শব্দ ব্যবহার করে খবর পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বক্তব্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে এই সংবাদ মাধ্যমগুলো বলিউডকে কালিমালিপ্ত করেছে। সিনেমা শিল্পীদের এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক। সোশাল মিডিয়াতেও এসব করা যাবে না। তাদের আবেদনে অভিযুক্ত রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, প্রদীপ ভাণ্ডারী, টাইমস নাউ এবং রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমার। তাঁরা সুশান্তের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ থেকে শুরু করে মাদকযোগ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল