বিপাকে সাংবাদিক অর্ণব গোস্বামী । এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। তাঁদের দাবি, পুলওয়ামা হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে আসলে মানুষের আস্থা এবং বিশ্বাস ভেঙেছেন রিপাবলিক টিভির সম্পাদক।শুধু অভিযোগ দায়ের করেই ক্ষান্ত থাকেনি কংগ্রেস (Congress)। দলের নেতারা পুরো ঘটনায় যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি জানিয়েছে। কংগ্রেসের অভিযোগ, ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই পরিষ্কার, বালাকোট এয়ার স্ট্রাইকের ব্যাপারে আগে থেকেই জানতেন রিপাবলিক টিভির সাংবাদিক। এবং বালাকোট এয়ার স্ট্রাইক আসলে নির্বাচনের কথা মাথায় রেখেই করা হয়েছিল। কংগ্রেসে নেতা মণীশ তিওয়ারির (Manish Tiwari) অভিযোগ, বিজেপি যে শুধু ২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছিল, তা অর্ণবের ফাঁস হওয়া চ্যাট থেকেই পরিষ্কার। তিনি বলছেন,”সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সত্যি হলে, ২০১৯ লোকসভা নির্বাচনের সঙ্গে সরাসরি যোগা ছিল বালাকোট এয়ার স্ট্রাইকের। কেন জাতীয় নিরাপত্তার সঙ্গে এভাবে আপস করা হল? এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটির (JPC) তদন্ত প্রয়োজন।” কংগ্রেস একা নয়, তাঁদের জোটসঙ্গী শিব সেনাও (Shiv Sena) নিশানা করেছে বিজেপিকে। তাঁদের অভিযোগ,”এভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলাটা আসলে দেশদ্রোহিতা। দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে।”
Report by Web National Desk
Reported on – 18/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল