নিজস্ব সংবাদদাতা : গত ১৩০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে আলুর দর। পাশাপাশি দেখা গিয়েছে, আলুর দাম গত এক বছরে দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের হিসেবে অনুসারে দিল্লিতে চলতি অক্টোবর মাসে গড়ে আলুর দাম ৪০.১১ টাকা হয়। সামগ্রিক দেশের গড়ের তুলনায় দিল্লিতে দাম কিছুটা বেশি। তবে গোটা দেশের প্রায় সর্বত্রই আলুর দাম প্রতি কেজি ৪০ টাকার আশেপাশে। প্রায় ১১বছর আগে ২০১০সালে আলুর দাম এতটা বাড়তে দেখা গিয়েছিল।মন্ত্রকের হিসেব জানাচ্ছে, গতবছর ২০১৯ সালের অক্টোবর মাসে তুলনায় এখন আলুর দাম প্রায় দ্বিগুণ। শীতের মুখে গুদামে যে পরিমাণ আলু মজুদ রাখা হয় তার তুলনায় এবার কম আলু মজুদ রয়েছে । তাছাড়া লকডাউনের জন্য সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়েছে। দেখা গিয়েছে এপ্রিল মে মাস থেকে আলুর দাম বাড়ছে।গত অক্টোবরে গড়ে প্রতি কেজি আলুর দাম ছিল ২০.৫৭ টাকা । তবে দিল্লিতে দাম কিছুটা বেশি ছিল, দাম ছিল ২৫ টাকার আশেপাশে।কৃষি বিপণন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময় আলুর দাম কিছুটা বাড়ে। আবার শীতকালে নতুন আলু উঠলে দাম কিছুটা নেমে আসে। তারপর আবার ফেব্রুয়ারি-মার্চ মাসে আলুর দাম বাড়তে দেখা যায়। তবে সামগ্রিকভাব গড়ে আলুর দাম ২৩ টাকা থাকে। সেই তুলনায় এবারের আলুর দাম লাগামছাড়া।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল