নিজস্ব সংবাদদাতা : সমস্ত দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচতে ভরসা গোবর । কেননা গোবর বিকিরণ-রোধী । এমনই দাবি করলেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া। তিনি জানিয়েছেন, গোবর তথা ঘুঁটে দিয়ে একটি চিপ তৈরী করা হয়েছে, যা মোবাইলে লাগিয়ে রাখলে ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচা যাবে। এর নাম গোসত্ত্ব কবজ। কামধেনু আয়োগের প্রধান লক্ষ হলো গরুর সংরক্ষন, সুরক্ষা ও উন্নয়ন। এটি মত্স্য, পশুপালন ও গবাদি পশু মন্ত্রকের অন্তর্গত। কামধেনু আয়োগের চেয়ারম্যানের দাবি, দেশে ৫০০-র বেশি গোশালায় তৈরী হচ্ছে এই বিশেষ বিকিরণ রোধক চিপ। একটির দাম ১০০ টাকার মধ্যে।দেশব্যাপী ‘কামধেনু দীপাবলী অভিযান’-এর সূচনা করার পর এই ঘোষণা করেছেন বল্লভভাই কাঠিরিয়া। প্রসঙ্গত, সারা দেশে গোবরজাত পণ্যের প্রচার করাই এই অভিযানের লক্ষ্য। বল্লভভাই কাঠিরিয়া বলেন, ‘গোবর সকলকে রক্ষা করবে। কারণ তা বিকিরণ-রোধী। এটা বিজ্ঞানসম্মত। এই ‘রেডিয়েশন চিপ’, মোবাইল ফোনে ব্যবহার করা হলে তা বিকিরণকে রোধ করবে। এটা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচাবে। আপনারা অসুখের হাত থেকে বাঁচতে চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন।’ কাঠিরিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’-র আদলে স্বদেশি দ্রব্যের ব্যবহারের প্রচার করার দিকে লক্ষ্য রয়েছে তাঁদের।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল