নিজস্ব সংবাদদাতা : রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের জন্য ফের সিদ্ধান্ত গ্রহণ করা হল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। তারপরই ১৩২ সদস্য দেশ রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের পক্ষে ভোট দেয় আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৯টি। ২১টি দেশের প্রতিনিধি অনুপস্থিত ছিলেন।মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার বিষয়ক প্রস্তাবটি রাষ্ট্রপুঞ্জ ধারাবাহিকভাবে সমর্থন করায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। তাতে উল্লেখ করা হয়েছে, ‘১০ লক্ষের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশ ধারাবাহিক ও শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানের পথ খুঁজছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়ে ছিলেন এই সিদ্ধান্ত তাকেই মান্যতা দিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত অনুযায়ী এই সমস্যার সমাধান হবে।’ রাষ্ট্রসংঘের বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে তাতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সাময়িক আদেশ, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত শুরুর বিষয় এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যাালঘুদের মায়ানমারের জাতীয় নির্বাচন-সহ অন্যান্য ক্ষেত্রে বঞ্চিত করার মতো নতুন বিষয়গুলি রয়েছে। মায়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এই সমস্যাটির মূল কারণ খুঁজে বের করতে বলা হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল