লকডাউন এর মধ্যেই চুপিসারে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী মানালি দে এবং পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়। এবার ঘরোয়া ভাবেই আনুষ্ঠানিক বিয়েও সেরে ফেললেন তারকা জুটি। করোনা আবহের জেরে এই বিয়েতে উপস্থিত ছিলেন মানালি ও অভিমন্যুর পরিবারের সদস্যরা।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এদিন মালাবদল এবং সিঁদুর দান পর্ব সারলেন মানালি ও অভিমন্যু। লকডাউন চলাকালীন আইনি বিয়ে সেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তারকা জুটি। তারপর থেকেই অপেক্ষা ছিল কবে হবে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন। সোমবার সেই দিয়েও সেরে ফেললেন মানালি ও অভিমন্যু।
টলিপাড়ার বহু অভিনেতা ও শিল্পীরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও মানালি অভিমুন্য অনুরাগীরাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাদের। বিয়ে উপলক্ষে মানালি পরেছিলেন গোলাপি রঙের একটি বেনারসি শাড়ি। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। অন্যদিকে ঘরোয়া পরিবেশে থাকায় ছিমছাম সাদা রঙের একটি পাঞ্জাবি পরেছিলেন অভিমুন্য।
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত