সবজি : খোলা বাজারে জ্যোতি আলু – ৩৪-৩৫ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকা কিলো আলু, পেঁয়াজ ৮০-৯০ টাকা প্রতিকিলো, আদা ২০০ টাকা প্রতিকিলো, কুমড়ো ৩০ টাকা প্রতিকিলো, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা। উচ্ছে ৬০ টাকা প্রতিকিলো, পটল – ৫০-৬০ টাকা প্রতিকিলো, ঢেঁড়স – ৫০-৬০ টাকা প্রতিকিলো বেগুন – ৫০-৬০ টাকা প্রতিকিলো, টমেটো ৬০ টাকা প্রতি কিলো, লঙ্কা ১২০-১৫০ টাকা প্রতিকিলো, গাজর ৬০ টাকা প্রতিকিলো, বাঁধাকপি – ৪০-৫০ টাকা কিলো।
মাছ: প্রতিকেজি রুই (গোটা) ২০০ টাকা। রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০-৩৫০টাকা, বাটা-১৮০টাকা, ভেটকি ৩৫০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, বাগদা ৮০০-১০০০ টাকা,
মাংস: মুরগি – ১৮০ টাকা কিলো। পাঁঠা – ৭০০-৭২০ টাকা প্রতি কিলো
পাইকারি বাজার সবজির দর
সবজি: জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো, পেঁয়াজ ১৫ টাকা প্রতিকিলো, আদা ৭০ টাকা প্রতিকিলো, কুমড়ো ১০ টাকা প্রতিকিলো, উচ্ছে ৬০-৬৫ টাকা প্রতিকিলো, ঝিঙে ২০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫ টাকা প্রতিকিলো, টমেটো ২০ টাকা প্রতিকিলো, লঙ্কা ২৫-৩০ টাকা প্রতিকিলো, গাজর ২০-২৫ টাকা প্রতিকিলো, বাধা কপি ১২ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১০-২৩ টাকা, বরবটি ৩৫–৪০ টাকা প্রতিকিলো, করলা ২৮–৪০ প্রতিকিলো, লাউ ৮ টাকা প্রতিকিলো৷ পেপে ১২-১৫ টাকা প্রতিকিলো।
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির