মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

লক্ষ্যভেদ ‘ব্রহ্মস’ সুপারসনিক মিসাইলের


নিজস্ব সংবাদদাতা : অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষায় সাফল্য পেল ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পরীক্ষা করা হয়। এটি লক্ষ্যভেদ করতে সফল হয়েছে বলে জানানো হয়েছে। এর আগেই ওই ক্ষেপণাস্ত্রের একদফা পরীক্ষা হয়ে গিয়েছিল গতমাসে। তবে চূড়ান্তভাবে তা পরখ করে নিতেই ছিল এদিনের পরীক্ষা। তাতেও মিলল সাফল্য। একটি প্রেস বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, ‘ভারতীয় সেনা সফলভাবে ব্রহ্মস সুপারসনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল কর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২০০ কিমি দূরে বঙ্গোপসাগরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করে। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে।’ ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই পরীক্ষাটি করে। শব্দের চেয়ে বেশি দ্রুতগামী ব্রহ্মস পৃথিবীর অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুরুতে এর পাল্লা ছিল ২৯০ কিমি। কিন্তু সেসময় কিছু আন্তর্জাতিক প্রযুক্তিগত বাধার কারণে এর সীমারেখা তৈরি করা হয়। ২০১৬ সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে বা এসটিসিআরের সদস্য হওয়ার পর রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এই মিসাইলের পাল্লা বাড়িয়ে ৪৫০ কিমি করা হয়। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-য় চিনের সঙ্গে সঙ্ঘাতের আবহে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নয়া সংস্করণের পরীক্ষা ‘তাত্পর্যপূর্ণ’ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ইতিমধ্যেই লাদাখে এই গোত্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হয়েছে।

Share this News
error: Content is protected !!