নিজস্ব সংবাদদাতা : রবিবার লন্ডন থেকে একটি বিমান দমদম বিমানবন্দরে এসে পৌঁছয়। সেই উড়ানে থাকা দুই যাত্রীর শরীরে মিলেছে করোনার নমুনা। তবে তাঁদের শরীরে কোনও উপসর্গ ছিল না। নিয়মমাফিক পরীক্ষা করার পরই তা জানা গিয়েছে। আপাতত দু’জনকে নিউটাউনে সেফ হোমে রাখা হয়েছে। তাঁদের সংস্পর্শে আসা প্রত্যেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই বিমানে থাকা কর্মীদেরও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। তবে তাঁরা নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, তা এখনও জানা যায়নি। তাঁদের নমুনা পুণেতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।এদিকে, সোমবার রাতে লন্ডন থেকে নিউ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছনো একটি বিমানেরও পাঁচজন যাত্রী করোনা আক্রান্ত। তাঁরাও নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এখনও জানা যায়নি। নমুনা পরীক্ষা করে তবেই সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লি হয়ে চেন্নাই ফেরত দু’জনের শরীরেও মিলেছে করোনার হদিশ তাঁদের আপাতত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নতুন ধরনের ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে।নতুন প্রজন্মের এই ভাইরাসে সবমিলিয়ে ১৭টি চরিত্রগত পরিবর্তন লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অ্যামিনো অ্যাসিড রিপ্লেসমেন্ট ১৪টি। ৩ টে ডিলিসন মিউটেশন। নতুন ভাইরাসের ছোবলে ইতিমধ্যে ৬০ শতাংশ সংক্রমণ বেড়ে গিয়েছে লন্ডনে। ব্রিটেনে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। শুধু ব্রিটেন নয়, দক্ষিণ আফ্রিকাতেও মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। নতুন চরিত্রের ভাইরাস মৃত্যুহার কতটা বাড়াবে তা গবেষণার বিষয়। তবে ভ্যাকসিন নতুন চরিত্রের ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন