নিজস্ব সংবাদদাতা : লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর সেখানে প্রথম ভোটগ্রহণ হয় ২৩ অক্টোবর । ৫৪ হাজারের বেশি ভোট পড়েছিল। লাদাখ স্বায়ত্ত পার্বত্য উন্নয়ন পরিষদের ২৬টি আসনে ভোট হয়েছিল। ২৬টি আসনেই এবার প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও বিজেপি। ১৯টি আসনে লড়াই করেছিল আম আদমি পার্টি। নির্দল প্রার্থীরা ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২৬টি আসনে বিজেপির খাতায় গিয়েছে ১৫টি। ৯টি পেয়েছে কংগ্রেস। নির্দল ২টি।রাজনৈতিক মহলের একাংশের মতে , ভোটের ফলেই স্পষ্ট বিজেপির দিকেই জনসমর্থন। লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল বিজেপির উপর আস্থা রাখায় লাদাখের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই জয়ের জন্য টুইটারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছেন। এই বিপুল সমর্থন পাওয়ার পর ‘লাদাখের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য বিজেপি সচেষ্ট থাকবে’ বলে জানিয়েছেন নামগিয়াল। । লাদাখে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটে বিজেপি সকাল থেকেই লিড ধরে রেখেছিল। প্রাথমিকভাবে দুপুরের পর দেখা যায় বিজেপি জিতেছে ৬ টি আসনে। ১ টিতে ততক্ষণে এগিয়ে ছিল নির্দল। এরপর বিকেল গড়াতেই বিজেপির খাতা ১৫ টি আসন চলে আসে। কংগ্রেস ফের একবার মুখ থুবড়ে পড়ল ভোট যুদ্ধে। ২০১৯ সালের লোকসভা ভোটের পর কংগ্রেস বহু জায়গায় সরকারে থেকেও তা হাতছাড়া করে বসে! এরপর লাদাখে সেভাবে পদ্ম শিবিরের সামনে দাঁড়াতেই পারেনি কংগ্রেস। তবে গতবারে, লাদাখের এই ভোটে বিজেপি র যা আসন ছিল, তা থেকে এবার আসন সংখ্যা কমেছে। শেষবার লাদাখে ১৮ টি আসন জেতে বিজেপি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল