নিজস্ব সংবাদদাতা : ধীরে ধীরে ঘুটি সাজাচ্ছে ভারত। ভার্চুয়ালি গোটা দেশে ছড়িয়ে থাকা ৪৪টি ব্রিজের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর মধ্যে ৮টি ব্রিজ তৈরি হয়েছে লাদাখে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এরকম ব্রিজ আগামী দুবছরে আরো বেশি সংখ্যায় তৈরির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের । মোট ৪৫টি ব্রিজ লাদাখে তৈরি করা হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খুব ধীরে হলেও ভারত কৌশলে প্রস্তুতি সারছে চিনা সেনার মোকাবিলার। লাদাখে সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে একের পর এক ব্রিজ। যাতে খুব কম সময়ে সেনার মুভমেন্ট ঘটানো যায়। নিয়ন্ত্রণরেখা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে যাতে পৌঁছনো যায়, সেদিকে লক্ষ্য করে ব্রিজগুলি তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি, লাদাখ অঞ্চলে আরও ৪৫টি ব্রিজ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিআরওরব্রিগেডিয়ার অরবিন্দর সিং সোধি। ৮টি ব্রিজ দ্রুত শেষ করা লক্ষ্য ছিল বলে জানিয়ে ব্রিগেডিয়ার সোধি বলেন এরপর থেকে লাদাখে কাজ করা কঠিন হয়ে পড়বে আবহাওয়ার জন্য। প্রবল শীত ও তুষারঝড়ে ব্রিজের কাজ সম্পূর্ণ করা যেত না। তাই দ্রুত গতিতে কাজ শেষ করাটা চ্যালেঞ্জ ছিল।প্রতিটি ব্রিজই ২৪ থেকে ৮০ মিটার লম্বা। মোট ৪৫ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই ৮টি ব্রিজ।প্রত্যেকটি ব্রিজই সেনার ভারি গাড়ি বহনে সক্ষম।শুধু সেনা মুভমেন্টই নয়, এলাকায় পর্যটন শিল্পের প্রসার সাধন ও জীবনযাত্রার মানোন্নয়নকেও লক্ষ্য রাখা হয়েছে বলে বিআরও জানিয়েছে। ব্রিজ নির্মাণের পাশাপাশি সীমান্তে রাস্তা তৈরির কাজেও গতি আনা হয়েছে, যাতে প্রয়োজন পড়লে যে কোনও আপদকালীন পরিস্থিতিতে সহজেই যুদ্ধবিমান ওঠা নামা করা যায় ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল