নিজস্ব সংবাদদাতা : কেন হিন্দু মেয়ের মুসলিম ঘরে বিয়ে হবে? তনিষ্কের এই বিজ্ঞাপন নিয়ে আপাতত বিতর্ক তুঙ্গে। মুসলিম পরিবারে হিন্দু মেয়ের বিয়ে হওয়ার পর রীতি না হওয়া সত্বেও হিন্দু মেয়ের জন্য স্বাদের আয়োজন করে শাশুড়ি ও পরিবারের লোক। বিজ্ঞাপনের এই সুন্দর কনসেপ্টই এখন নেটিজেনদের একাংশের ক্ষোভের বিষয়। এই বিয়েটা অন্য ভাবেও কেন দেখানো হল না, সেই নিয়ে ট্যুইটারে ওঠে তর্কের ঝড়।এসব দেখে ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন জারা রাজ পাড়োয়াল। তিনি একজন মুসলিম মেয়ে। তাঁর বাপের বাড়ির নাম জারা ফারুকি। ভালোবেসে বিয়ে করেছেন হিন্দু পরিবারের ছেলে নিখিল পাড়োয়ালকে। হিন্দু-মুসলিম পরিবার মিলে আনন্দ করে বিয়ে দিয়েছেন তাঁদের । সুখে আছেন তাঁরা। জারা তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ” এই পোস্ট তনিষ্কের জন্য এবং তাঁদের জন্য যারা এই বিজ্ঞাপন বয়কটের ডাক দিয়েছেন”। সেই সঙ্গে সাহসী জারা বিক্ষোভকারীদের দিকে প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘আমি মুসলিম পরিবারের মেয়ে জারা ফারুকি। হিন্দু ছেলে নিখিল পাড়োয়ালকে বিয়ে করেছি ২০১৬তে এবং সুখে আছি। এবার কি বলবেন আপনারা?” সত্যিই তো প্রেমের কাছে ধর্ম কবে জিতেছে? আদিকাল থেকে ইতিহাসে, কাব্যে এমন অসংখ্য উদাহরণ আছে, যেখানে প্রেম ছাড়িয়ে গিয়েছে সব কিছুকে।
Report by
Reported on – 16-October-2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল