নিজস্ব সংবাদদাতা : দিল্লি আইপিএল- এর চলতি আসরে ভাল খেলছিল। তাদের অগ্রগতি রোধ করল রোহিতদের দল মুম্বাই । দিল্লি ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিল, এবার সেই একই পয়েন্টে গা ঘেষাঘেষি করে থাকবে মুম্বই ইন্ডিয়ান্সও। এদিন টস জেতেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আয়ার। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক শ্রেয়সের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৬২ রান তোলে দিল্লি। শিখর করেন ৫২ বলে ৬৯ রান, শ্রেয়সের সংগ্রহ ৩৩ বলে ৪২ রান। মুম্বইয়ের বোলারদের মধ্যে ক্রুনাল দু’টি এবং বোল্ট একটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ব্যক্তিগত পাঁচ রানেই ফিরে যান রোহিত। তবে ডি’কক এবং সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। দু’জনেরই সংগ্রহ ৫৩ রান। এরপর শেষদিকে ইষান কিশান (২৮) এবং পোলার্ড ও হার্দিক পাণ্ডিয়া জুটি মুম্বইকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন। দিল্লির বোলারদের মধ্যে এদিনও সফল রাবাদা। তিনি ২৮ রানে দুই উইকেট নিয়েছেন, কিন্তু তাঁর মতো মহা গুরুত্বপূর্ণ বোলারকে শেষ ওভারের জন্য রেখে দেওয়া উচিত ছিল। অশ্বিন, অক্ষর, স্তোইনিসরা চেষ্টা করেছিলেন, কিন্তু কাজে দেয়নি সেই প্রচেষ্টা। অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পাঁচ উইকেটে জয় লাভ করে রাজস্থান রয়্যালস । হাড্ডাহাড্ডি ম্যাচটি গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষে চার ম্যাচ পর জয়ের মুখ দেখেন স্টিভ স্মিথরা। এদিনের ম্যাচে রাজস্থানের জয়ের অন্যতম কারিগর ছিলেন সেই রাহুল তেওটিয়া এবং রিয়ান পরাগ। হায়দরাবাদের ১৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এই জুটির সৌজন্য এক বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ