২০১৯ লোকসভা নির্বাচনে ২ থেকে ১৮তে উঠে এসেছে বিজেপি। তার মধ্যে সব থেকে বেশি আসন পেয়েছিল উত্তরবঙ্গ থেকে। বছর ঘুরলেই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। বিহারে ভোট চলাকালীনই, বাংলায় এসে একুশের টার্গেট ঠিক করে গিয়েছিলেন অমিত শাহ। সেই লক্ষ্যে দলীয় সংগঠনকে মজবুত করতে ঝাঁপিয়েছে বিজেপি। দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক কেন্দ্রীয় নেতাকে। উত্তরবঙ্গের জেলাগুলির দায়িত্বে দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক হরিশ দ্বিবেদীকে। সেই উত্তরবঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল আশা করবে বলে আশাবাদী রাজ্য বিজেপি নেতৃত্ব। এদিন জলপাইগুড়িতে চায়ে পে চর্চায় যান বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি আশাবাসী লোকসভা নির্বাচনের মত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির সবকটি আসনে জিতবে বিজেপি। যদিও সায়ন্তন বসুর কথার গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে জিতেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি ২ লক্ষ ২৯ হাজার ৬৩৪ ভোটে এগিয়েছিল তারা। এই অবস্থায ফের একবার জলপাইগুড়ি থেকে সবকটি বিধানসভা জয়ের ব্যাপারে আশাবাসী গেরুয়া শিবির।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন