মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

লোকাল ট্রেন চালানোর পক্ষে বাম-কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা : কবে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে সে বিষয়ে বৈঠকের জন্য পূর্ব রেলকে চিঠি দিয়েছিল রাজ্য। সেই বৈঠকে সম্মতি জানিয়েছে রেল। রাজ্যের তরফে এই বৈঠকে পৌরহিত্য করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্য প্রশাসনের তরফে স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, পরিবহণ সচিব প্রমুখ উপস্থিত থাকবেন। নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করার জন্য রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে পূর্ব রেলের শীর্ষকর্তারা আসবেন বৈঠকে এমনটাই সূত্রের খবর।নিউ নর্মালে পরিষেবা শুরুর বিষয়ে আগেই রাজ্যকে চিঠি দিয়ে আলোচনা করতে চেয়েছিল রেল। কিন্তু, আনলক পর্বে ট্রেন চালানোয় সায় ছিল না রাজ্য সরকারের। ফলে, রেল রাজ্যের জবাব পায়নি। লোকাল ট্রেন চালুর বিষয়টিও আর এগোয়নি।এদিকে লোকাল ট্রেন চালু না হওয়ায় স্পেশ্যাল ট্রেনে ওঠা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে একাধিক জায়গায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেল পুলিশকে। রেলের নিত্যযাত্রীদের সমস্যা বিবেচনা করে সকাল ও বিকেলে লোকাল ট্রেন চালানোর জন্য এবার রাজ্য চিঠি দিয়েছে রেলকে। চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে কঠোর ভাবে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানতে হবে । তবেই লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য তাদের অনুমতি দেবে। বিধি মেনে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে ‘মেট্রো মডেল’ অনুসরণ করা যেতে পারে বলে মত নবান্নের।রেলকে দেওয়া চিঠিতে রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব লেখেন যে, এর আগে মেট্রো পরিষেবা যথেষ্ট সতর্কতা ও দক্ষতার সঙ্গে চালু করতে সক্ষম হয়েছে রাজ্য। এবার রেলের সম্মতি মিললে বিশেষ কয়েক জোড়া ট্রেনও ভালো ভাবেই চলতে পারবে এ রাজ্যে। তাতে জনসাধারণেরও অনেক সুবিধা হবে। পাশাপাশি শনিবার হাওড়া স্টেশনে আরপিএফের হাতে নিগৃহীত হতে হয়েছে সাধারণ যাত্রীদের। চিঠিতে এ ব্যাপারে নিন্দা প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার আর্জি জানিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।তাঁর বক্তব্য, ” লোকাল ট্রেনের সঙ্গে বহু মানুষের রুটি-রুজির যোগ রয়েছে। লকডাউন এর প্রথম পর্ব থেকেই লোকাল ট্রেন বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা।কেন শুধুমাত্র রেল কর্মীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে? ” একই দাবি বামেদেরও। সিটুর ডাকে এক গণ কনভেনশনে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ” অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে। জীবন জীবিকার স্বার্থে আর কোনও দেরি করা যাবে না।”

Reported on – 02/11/2020

Share this News
error: Content is protected !!