নিজস্ব সংবাদদাতা : লোকাল ট্রেন চালুর দাবিতে এবার রেল কর্তৃপক্ষের দ্বারস্থ মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর। কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত শূর জানান, ‘আনলক পর্যায়ে সমস্ত দোকানপাট, অফিস, সিনেমা হল, শপিংমল খুলে গেছে। অথচ লোকাল ট্রেন এখনো চালু হয়নি! গ্রামাঞ্চল ও মফঃস্বল থেকে একটা বড় অংশের মানুষকে প্রতিদিন কলকাতায় যেতে হয় তাঁদের জীবনজীবিকার টানে। কেউ কেউ ভোরের ট্রেনে যান অন্যের বাড়িতে কাজ করতে, কেউ যান আয়ার কাজে, কেউ ফল, মাছ বা সব্জি বিক্রি করেন, কেউ কেউ আবার ট্রেনে বা স্টেশনে হকারি করে সংসার চালান। কিন্তু বিগত সাত মাস যাবত্ করোনা অতিমারির অজুহাতে এই লোকাল ট্রেন বন্ধ! যার সবচেয়ে ক্ষতিকর ফল ভুগতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষকে’। জানা গেছে , অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন চালু করতে হবে, ট্রেনে বা স্টেশনে হকার উচ্ছেদ চলবে না। এই রকম একাধিক দাবি নিয়ে রেল কতৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেবে এপিডিআর । লোকাল ট্রেন চালু করার দাবিতে বিক্ষোভ-অবরোধ দিনে দিনে বাড়ছে। ট্রেন ও স্টেশন ভাঙচুরের ঘটনায় ঘটছে। রবিবার হুগলির পাণ্ডুয়া স্টেশনে প্রায় ৬ ঘন্টা অবরোধ ছিল রেললাইন। এরপর একে একে বৈঁচি, হুগলি, খন্যান স্টেশনেও চলে অবরোধ। রেলের আধিকারিক এবং রেল পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝয়ে সুঝিয়ে অবরোধ তোলে। সোমবার ফের শুরু হয় রেল অবরোধ। এবার চুঁচুড়া স্টেশনে অবরোধ করেন রেলযাত্রীরা। রেললাইনে স্লিপার ও রেলের যন্ত্রপাতি ফেলে আটকে দেওয়া হয় স্টাফ স্পেশাল ট্রেন। অপরদিকে হাওড়ার লিলুয়া স্টেশনেও স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর। পাথর ছোড়া থেকে শুরু করে ভাঙচুর চালানো হয় লিলুয়া স্টেশনে
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন