রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গোটা দেশজুড়ে নিয়োগ করছে নিরাপত্তারক্ষী। যে তালিকায় রয়েছে কলকাতাও। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের হাতে অবশ্য আর বেশি সময় নেই। আর মাত্র দুদিন খোলা থাকবে আবেদনের জানলা।
কাল পর্যন্ত করা যাবে আবেদন। গোটা দেশজুড়ে মোট নিয়োগ হবে ২৪১ জন নিরাপত্তারক্ষী। কলকাতায় নিয়োগ হবেন ১৫ জন। আবেদন করতে হবে rbi.org.in -তে।
পরীক্ষা হবে ১০০ নম্বরের। রিজনিং ৪০, জেনারেল ইংলিশ ৩০ ও নিউমেরিকাল এবিলিটিতে থাকবে ৩০ করে নম্বর। মাধ্যমিক পাশ বা সেই সমতুল্য কেউ বসতে পারবেন পরীক্ষায়। জেনারেলদের ক্ষেত্রে ২৫ বছর এই পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়স। ওবিসি ও এস-এটিদের ক্ষেত্রে যা যথাক্রমে ২৮ ও ৩০ বছর। অনলাইন পরীক্ষায় পাশ করলে সেক্ষেত্রে শারীরিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন আবেদনকারীরা। যেখানে উত্তীর্ণ হলে তবেই মিলবে নিরাপত্তারক্ষীর কাজ।
Report by web desk
Reported on – 11/02/2021
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত