নিজস্ব সংবাদদাতা : সিনেমাপ্রেমীদের হার্টথ্রব ‘জেমন বন্ড’ শন কনারি।তাঁর অভিনীত ছবি ও চরিত্রকে সম্মান জানিয়েই মহাকাশে তাঁরই নামে এক গ্রহাণুর নামকরণ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ৯০ বছরে চলে গেলেন শন। বাহামাসের রাজধানী নাসাউয়ে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ফেলেছেন হলিউডের প্রথম বন্ড শন কনারি। লক্ষ লক্ষ মহিলা শুধু নয়, শন কনারির স্টাইল নকল করতেন পুরুষরাও। স্পাই থ্রিলারের চরিত্রের বাইরেও নানারকম চরিত্রে মন জিতেছিলেন শন। সায়েন্স ফিকশন ছবিতেও তাঁর আবেদন ছিল অনন্য। তেমনই একটি ছবি ছিল ‘মেটিওর।”মেটিওর’ সিনেমাতে দেখানো হয়েছিল অ্যাস্টেরয়েড বেল্টের গ্রহাণু অরফিয়াস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ডক্টর পল ব্র্যাডলে ওরফে শন কনারি পারমাণবিক অস্ত্র প্রয়োগের কথা ভাবছেন। নিউক্লিয়ার মিসাইল প্ল্যাটফর্ম স্যাটেলাইট ‘হারকিউলিস’ এর প্রয়োগের জন্য নাসার বিজ্ঞানীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। সিনেমার প্লট এই আধারের উপরেই এগিয়েছে। নাসা বলেছে সেই সময় দাঁড়িয়ে এমন ভবিষ্যত ভাবনার উপর ভিত্তি করে ছবি বা চরিত্র হয়নি। শন কনারি সেখানে নতুন মাইলস্টোন তৈরি করেছিলেন।অ্যাস্টেরয়েড ১৩০৭০ নাম অভিনেতার নামেই হয়েছে অ্যাস্টেরয়েড ১৩০৭০ শনকনারি। এ বছরেরই ৪ এপ্রিল ১.৫ মিটার সার্ভে টেলিস্কোপে এই গ্রহাণুকে পর্যবেক্ষণ করেন নাসার বিজ্ঞানীরা। ১৯৯১ সালেই এমন একটি গ্রহাণুর খবর দিয়েছিলেন বিজ্ঞানীরা। এর পরিধি ১.৭৬৪ কিলোমিটার। অ্যাস্টেরয়েড বেল্টে এই গ্রহাণুর গতিপথের ভিডিও সামনে এনেছে নাসা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল