নিজস্ব সংবাদদাতা : যুদ্ধজাহাজ ধ্বংসকারী অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রর সফলভাবে পরীক্ষা করল ভারতীয় নৌ-বাহিনী। বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের আইএনএস রণবিজয় যুদ্ধজাহাজ থেকে অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে অনেক দূরে থাকা লক্ষ্য বস্তুর ওপর সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়। শব্দের চেয়ে বেশি দ্রুতগামী ব্রহ্মস পৃথিবীর অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুরুতে এর পাল্লা ছিল ২৯০ কিমি। ২০১৬-তে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে বা এসটিসিআরের সদস্য হওয়ার পর রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এই মিসাইলের পাল্লা বাড়িয়ে ৪৫০ কিমি করা হয়। উৎক্ষেপণের পর দ্রুত ৩০০ কিলোমিটারের দূরে উড়ে যায় ডিআরডিও-র তৈরি ক্ষেপণাস্ত্রটি। বঙ্গোপসাগরের কার নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ছিল একটি জাহাজ। কয়েক মিনিট পরই সেই জাহাজে গিয়ে আঘাত করে ব্রহ্মস।
মুহূর্তে উড়ে যায় জাহাজটি। কোনও যুদ্ধ নয়, এটা ছিল ডিআরডিও-র তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জলে থাকা লক্ষ্যবস্তুর পরীক্ষা। ধ্বংস হওয়া জহাজটি ছিল নৌবাহিনীরই একটি পুরোনো জাহাজ।গত ৩০ অক্টোবর ভারতীয় বায়ুসেনা আকাশপথে সুখোই যুদ্ধবিমান থেকে বঙ্গোপসাগরে ব্রহ্মস মিসাইল নিক্ষেপ করে সফল পরীক্ষা করে। ব্রহ্মস বহনে সক্ষমতা বাড়াতে বায়ুসেনা ৪০টি সুখোই ফাইটার জেটকে আপগ্রেডেশন করেছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা