নিজস্ব সংবাদদাতা : আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর তেমন দেখা না গেলেও, সরস্বতী পুজোর আগে তাপমাত্রা খানিকটা হলে নামতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তবে গঙ্গাসাগর মেলায় প্রতিবছর যে শীতের আমেজ থাকে, এ বারে তা আর পাওয়ার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। পাহাড় থেকে সমতল, সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। শুধু শহর কলকাতাই নয়, আসানসোল (২৬ ডিগ্রি), দুর্গাপুর (২৫ ডিগ্রি), হাওড়া (২৪ ডিগ্রি), শিলিগুড়ি (২২ ডিগ্রি)-তেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। রবিবার কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের প্রধান জিকে দাস জানান, ৯ থেকে ১৭ জানুয়ারি বঙ্গোপসাগরের উপর তেমন কোনও পরিবর্তনের ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। গঙ্গাসাগর এলাকায় ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর-পশ্চিমমুখী হাওয়ার বেগ থাকলেও, ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই। ওই ৮ দিন গঙ্গাসাগরে তাপমাত্রারও তেমন নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। বরং ৯ থেকে ১২ জানুয়ারি দিনের বেলা তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করতে পারে। রাতের বেলা তা কমে হতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি। দিনের বেলায় কুয়াশার সমস্যাও থাকবে না তেমন। আকাশ থাকবে রোদ ঝলমলে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 11/01/2021
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার