মে 30, 2023

Disha Shakti News

New Hopes New Visions

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুখবর

নিজস্ব সংবাদদাতা : একবার টেট উত্তীর্ণ হলে আর দ্বিতীয়বার দিতে হবে না , এমনই পরিকল্পনা করেছে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বেশ কয়েকবছর আগে শিক্ষক নিয়োগ নিয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র, যেখানে বলা হয়েছিল শিক্ষক হতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দিতে হবে তবে একবার টেট দিলে তার মেয়াদ ৭ বছর, অর্থাত্ কোনো প্রার্থী সাত বছরের মধ্যে চাকরি না পেলে ফের টেট দিতে হত।এবার সেই নিয়মের বদল আনতে চলেছে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার। এবার একবার টেট উত্তীর্ণ হলে ফের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে না। সূত্রের খবর সিবিএসই বোর্ডের টেটের ক্ষেত্রেই নয় রাজ্যের এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী করতে হবে তবে রাজ্যের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রাজ্যের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যথেষ্টই ধীরগতিতে চলছে। কিন্তু তার মধ্যেই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইন সিটি-এর শিক্ষক নিয়োগের প্রথম ধাপেই নিয়ম বদলে পুজোয় সুখবর দিল শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের। সাত বছরের বদলে সারা জীবন বৈধতা টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের দেওয়ার ফলে অন্তত শিক্ষক নিয়োগের চাকরির সুযোগ অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এ রাজ্যে এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। গত বছর পুজোর আগে উচ্চ প্রাথমিকে প্রভিশনাল মেধাতালিকা প্রকাশ করা হলেও গরমিল অস্বচ্ছতার অভিযোগ সেই মেধা তালিকার ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশের ওপর মামলার শুনানি ইতিমধ্যে শেষ পর্যায়ে বলেই এসএসসি সূত্রে খবর।

Share this News
error: Content is protected !!