নিজস্ব সংবাদদাতা : কাঞ্চনজঙ্ঘার রূপ সৌন্দর্য স্পষ্ট ফুটে উঠল শহর শিলিগুড়ি থেকে। করোনা কালে লকডাউনের সুফল বলেই মনে করছে পরিবেশবিদরা। লকডাউনে যানচলাচল নিয়ন্ত্রণ, কলকারখানা বন্ধের সরাসরি প্রভাব যে প্রকৃতিতে পড়ছে তা আর অজানা নেই কারুর। প্রকৃতি তার অকৃপণ হাতে সাজিয়ে তুলেছে পাহাড়, তরাই, ডুয়ার্স সহ শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলিকে। মানুষ বরাবরই প্রকৃতির ওপর অত্যাচার করে এসেছে। যার ফলস্বরূপ দূষনে জেরবার প্রকৃতি তার ভয়ালরূপ নিয়ে মাঝে মধ্যে আছড়ে পড়েছে। দীর্ঘদিনের লকডাউনে দূষন অনেকটাই হ্রাস পেয়েছে। আর তাতেই প্রকৃতির রূপ সৌন্দর্য ফের প্রকট হতে শুরু করেছে। শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘার ধবধবে সাদা রূপ। একশরও বেশি কিলোমিটার দূরের কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর রূপে দেখা যায় দার্জিলিংয়ের কিছু কিছু এলাকা সহ টাইগার হিল কিংবা সিকিম থেকে। বহুবছর আগে শিলিগুড়ি শহরে যখন এত জনকোলাহল ছিল না তখন শহর থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যেত। তবে বিগত কয়েকবছরে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল কবে তা জানা নেই শহরবাসীর। এতো বছর পর ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখে মোহিত শহরবাসী। এই অপরূপ রূপ ক্যামেরাবন্দী করতে ছাড়েননি প্রকৃতিপ্রেমী মানুষরা। পরিবেশবিদরা মনে করছেন লকডাউনে যানবাহন চলাচল না করা ও কলকারখানা বন্ধের ফলে যে দূষন নিয়নন্ত্র হয়েছে তার ফলেই নিজের রূপ মেলে ধরেছে কাঞ্চনজঙ্ঘা ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন