নিজস্ব সংবাদদাতা : জিরাটের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে কেন একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলার মানুষকে এমন দিন দেখতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায় বলেন, ‘আচ্ছা বলুন তো, দিদিমণিকে মেলা, খেলা, উত্সব উদ্বোধন করতে আপনারা দেখেছেন। গত দশ বছরে কোনও কারখানা উদ্বোধন করতে দেখেছেন?’ তাঁর কথায়, ‘যদি সিঙ্গুরের জমির দিকে তাকাই, দিদিমণির শাড়ির মতো মনে হয়, সাদা কাশফুলে ঢেকে রয়েছে!’ মমতার উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়ে দিলীপের মন্তব্য, ‘এ রাজ্যে জমি পড়ে থাকা সত্ত্বেও কারখানা হচ্ছে না। চাকরির খোঁজে বাংলার ছেলেমেয়েদের ভিন্রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। কেন এমন হবে ? ডানকুনি থেকে বর্ধমান জেলার সীমানা পর্যন্ত রাস্তার দু’পাশে অনেক জমি ফাঁকা পড়ে আছে। কারণ সে জমিগুলো শিল্পপতিরা কিনেছিলেন। সেই রাস্তা ধরে যখন যাই দু’পাশে দেখি ধান পেকে সোনালি হয়ে আছে।’ বাংলার উন্নয়নের জন্য পরিবর্তনের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মতে, ‘বাংলায় আরও শিল্প আনতে হবে। কর্মসংস্থান গড়ে তুলতে হবে। পাশাপাশি, কৃষি ও শিল্পের বিকাশ ঘটাতে হবে। সিঙ্গুর নিয়ে দিদিকে কটাক্ষ করতে গিয়ে ক’দিন আগে অধীর চৌধুরী বলেছিলেন, শিল্প বন্ধ করে কীভাবে নটে শাক চাষ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন! এমন আজব রাজ্য কোথাও পাবেন!
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন