নিজস্ব সংবাদদাতা : গত ১০ বছর ধরে শিশুদের যৌন নিপীড়ন,পর্নোগ্রাফি ভিডিও ও ছবি ডার্ক নেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের ইরিগেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র রাম ভাওয়ানকে গ্রেপ্তার করলো সিবিআই । ৫০ জন শিশু ও কিশোরীকে ধর্ষণ করে তাদের সেক্সটেপ বানিয়ে ইন্টারনেটে ব্যবসা করতো সে। বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র দিয়ে শিশুদের লোভ দেখাত অভিযুক্ত । তার ডেরায় তল্লাশি করে আট লক্ষ টাকা সিবিআইয়ের হাতে এসেছে। এছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ, ওয়েবক্যাম, পেন ড্রাইভ, মেমরি কার্ড ও বিভিন্ন সেক্স টয় উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা। সিবিআইয়ের মুখপাত্র আরকে গৌড় জানিয়েছেন , ভাওয়ানের ইমেল থেকে যা তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা গেছে , সে বহু বছর ধরে দেশবিদেশের ডার্ক নেট ব্যবহারকারীর কাছে সিএসএএম অর্থাত্ শিশু যৌন নিগ্রহের উপাদান বিক্রি করেছে। জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে , ছোট ছোট বাচ্চাদের মোবাইল ফোন, ভিডিও গেম এসবের লোভ দেখিয়ে তাদের অপহরণ করে এই জঘন্য কাজ চালাতো সে। নিগ্রহকারীকে বান্দা থেকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা মনে করছে, এই চক্রে তার সঙ্গে অন্য অনেকেই জড়িত রয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল