নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সংগঠনে বড় বদল করল যুব তৃণমূল। রাজ্য কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে পূর্ব মেদিনীপুরের যুব নেতা পার্থ সারথী মাইতিকে। এতদিন জেলা সভাপতি ছিলেন পার্থ সারথী। তাঁকে রাজ্য কমিটির সহ সভাপতি নিয়োগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবনিযুক্ত জেলা সভাপতি সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ গিরি হলেন আবার রামনগরের বিধায়ক অখিল গিরির পুত্র। ইনি সেই অখিল গিরি, যাঁর কোভিড হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ৭ জানুয়ারির নন্দীগ্রাম সফর বাতিল করেছেন। সহ সভাপতি করা হয়েছে আগজর আলিকে। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু মোকাবিলায় কি সুপ্রকাশ গিরি, পার্থসারথী মাইতিদের মাঠে নামাল তৃণমূল? অনেকেই বলছেন কৌশলে মাস্টার স্ট্রোক দিতে চাইছে শাসকদল। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন অখিল গিরির সঙ্গে তাঁর কী সম্পর্ক তা সুবিদিত। যেদিন শুভেন্দু রামনগরে সমবায় সপ্তাহ উদযাপনের সভায় গিয়েছিলেন সেদিনই দেখা গিয়েছিল অখিল পুত্র রামনগর বাজারে ‘আমরা দিদির অনুগামী’ ব্যানার লাগিয়ে, তোরণ বানিয়ে নজর করেছিলেন। তার ফলও মিললো হাতেনাতে। একেবারে জেলা সভাপতির পদে আসীন হলেন সুপ্রকাশ গিরি। এখন দেখার শুভেন্দুকে লড়াই দিতে পারেন কিনা এই নেতারা।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 03/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন