২১শের বিধানসভা ভোটে রাজ্য জুড়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে । এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । বিধানসভা ভোটের আগেই দল ভাঙানোর খেলায় মেতেছে যুযুধান দুই দলই । এই অবস্থায় বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ সকালে দলের কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চান, তাহলে পিসি ভাইপোর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিন’। একই সঙ্গে তিনি এই মন্দির থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ‘দ্রুত সিদ্ধান্ত নিয়ে’ বিজেপিতে যোগ দেওয়ার আবেদনও জানান।গত কয়েক দিন ধরে সংবাদ শিরোনামে রাজ্যের অন্যতম ‘প্রভাবশালী’ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর তরফে এখনো প্রকাশ্যে কিছু বলা হলেও সাম্প্রতিক সময়ে নিজের দলের সঙ্গে যে একটা ‘দূরত্ব’ তৈরি হয়েছে তা মোটামুটি পরিস্কার।শুধু পূর্ব মেদিনীপুর নয়, শারদোত্সবের আগে বাঁকুড়ার বিভিন্ন অংশেও শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘আমরা দাদার অনুগামী’ লেখা ফ্লেক্স দেখা গিয়েছে। যার জেরে শুভেন্দুর আগামী রাজনৈতিক অবস্থান নিয়ে নানা মহলে জোর জল্পনা রয়েছে। তাঁর একের পর এক মন্তব্য নিয়েও চর্চা শুরু হয়েছে। এক সময়ে দলের তরফে জঙ্গলমহল এলাকার দায়িত্বে ছিলেন তিনি। পরে তাঁকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই শুভেন্দু অনুগামীরা ‘বিদ্রোহ’ ঘোষণা করেন। শুভেন্দুকেও সরকারি অনুষ্ঠান এবং দলীয় কর্মসূচি এড়িয়ে যেতে দেখা গিয়েছে। সমান্তরাল ভাবে দলহীন জনসংযোগ কর্মসূচি শুরু করেন ‘দাদার অনুগামীরা’। জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি এখনও চলছে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল-শুভেন্দু অধিকারীর ‘দূরত্ব’কে কাজে লাগিয়ে জনপ্রিয় এই নেতাকে নিজেদের দিকে টানতে ও রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ এর এই তাত্পর্যপূর্ণ মন্তব্য বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন।
Reported on – 02/11/2020
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার