নিজস্ব সংবাদদাতা : এবার যাকে নিয়ে বঙ্গ রাজনীতি গরম অর্থাত্ যার দিকে তাকিয়ে তৃণমূল-বিজেপি, সেই শুভেন্দু অধিকারীর জন্যে বরাদ্দ করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি এবং কেন্দ্রীয় নিরাপত্তা। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । নানা জল্পনার মাঝেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রক নন্দীগ্রামের বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল । তবে, কবে থেকে তা দেওয়া হবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, শুভেন্দুর উপরেই নির্ভর করছে গোটা বিষযটি। রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিক ভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। মঙ্গলবার রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। সূত্রের খবর, তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী জেড বা জেড প্লাস নিরাপত্তাও দেওয়া হতে পারেও বলে খবর। মাওবাদী হুমকি পাওয়ায় কেন্দ্রের বিশেষ নজরে শুভেন্দুর নিরাপত্তা । সম্প্রতিই শুভেন্দু অনুগামী কণিষ্ক পাণ্ডা আশঙ্কা প্রকাশ করেছিলেন নন্দীগ্রামের বিধায়কের উপর হামলা হতে পারে । শুভেন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত শুভেন্দু অনুগামী কণিষ্ক পাণ্ডা । তবে শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয়টি সম্পর্কে শুভেন্দু- ঘনিষ্ঠ সূত্রে স্বীকার করা হয়নি। বরং বলা হয়েছে, এমন কিছু জানা নেই। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, শুভেন্দুর নিরাপত্তা বরাদ্দ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। রাজ্যে তেমন নির্দেশও নাকি চলে এসেছে। উল্লেখ্য, মুকুল রায়ও তৃণমূল ছাড়ার আগে রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। তার পর তাঁকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। পরে তিনি বিজেপিতে যোগ দেন।কেন্দ্রীয় নিরাপত্তা পান নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন