মার্চ 23, 2023

Disha Shakti News

New Hopes New Visions

শুরু হল মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট


নিজস্ব সংবাদদাতা : আইপিএলের মতো দুবাইয়েই অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। কেবল তিন দল নিয়ে হলেও প্রত্যেকটি দলেই রয়েছেন আন্তর্জাতিক তারকারা।মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাসকে অল্প রানে বেঁধে ফেলে ভেলোসিটি। গত বারের রানার্স দলের বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে রান করেছেন হরমনপ্রীত কৌররা। অধিনায়ক নিজে এবং চামারি আত্তাপাত্তু ভাল ব্যাটিং করলেও বাকিরা ব্যর্থ হন।অন্যদিকে তারকা মিতালী রাজ ব্যর্থ হলেও সুষমা বর্মা ও সুনে লুসের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ ঝুলিতে নেয় গত বারের রার্নাসরা।করোনা ভাইরাসের আবহে মহিলাদের ২০২০ সালের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে সুপারনোভাসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। ১২৭ রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শুরুটা ভালই হয়েছিল হরমনপ্রীতদের। কিন্তু রান তোলার গতি তেমন ছিল না। শেষপর্যন্ত আত্তাপাত্তুর ৪৪ এবং অধিনায়ক হরমনপ্রীতের ৩১ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৬ রান তোলে সুপারনোভাসরা। তিনটি উইকেট নেন একতা বিস্ত।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত দু’উইকেট হারায় ভেলোসিটি। তবে ভেদা কৃষ্ণামূর্তি, সুষমা বর্মা এবং সুনে লুজের ব্যাটে ভর করে এক বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যান মিতালিরা।আইপিএলে ইতিমধ্যে গ্রুপ লিগের ম্যাচ শেষ হয়েছে। মুম্বই, দিল্লি, হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর শেষ চারে উঠেছে। কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে রোহিতের মুম্বই এবং শ্রেয়সের দিল্লি ক্যাপিটাল। এলিমিনেটরে মুখোমুখি বিরাট এবং ওয়ার্নার। এই পরিস্থিতিতে এদিন শুরু হল মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কেবল তিনটি দলই গঠন করা হয়েছে। তিন দলের অধিনায়ক হরমনপ্রীত, মিতালি এবং স্মৃতি মন্ধানা।

Share this News
error: Content is protected !!