নিজস্ব সংবাদদাতা : জয়নগরের মোয়া দিতে এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের এখনকার ঠিকানা গোল পার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন দীপক হালদার। আর তা নিয়েই বিস্তর জল্পনা রাজনৈতিক মহলে। শুধু তৃণমূল বিধায়ক দীপক হালদার নন , দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহের খানও এদিন শোভনবাবুর বাড়ি গেছিলেন। তৃণমূলের ডায়মন্ড হারবারের বিধায়কের এই হঠাত্ উপস্থিতি ঘিরেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কয়েকদিন আগেই সাংগঠনিক ভাবে শোভনবাবুকে বড় দায়িত্ব দিয়েছিল গেরুয়া শিবির। কলকাতা জোনের ইনচার্জ করা হয়েছিল তাঁকে। কলকাতা দক্ষিণ ২৪ পরগনার সমস্ত বিধানসভা ও দমদম লোকসভা কেন্দ্রের অন্তরগত উত্তর ২৪ পরগনার সাতটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয় শোভনবাবুর কাঁধে। বৈশাখীকেও ওই কমিটির সহ আহ্বায়ক করা হয়। তখন শোভন বৈশাখী কলকাতায় ছিলেন না। তাঁরা ছিলেন ভুবনেশ্বরে। ফিরে এসে বৈশাখী কমিটি নিয়ে আপত্তি তোলেন। তাঁর সঙ্গে ওই কমিটিতে নাম ছিল শঙ্কুদেব পণ্ডার। শঙ্কুকেও সহ আহ্বায়ক করা হয়েছিল। বৈশাখীর বক্তব্য, এক পদে দু’জন কী করে থাকেন? সোমবার কলকাতায় বাইক মিছিল ডেকেছিল বিজেপি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল শোভন, বৈশাখীর। এর মধ্যেই লালবাজার জানিয়ে দেয়, মিছিলের অনুমতি তারা দেবে না। শোভন-বৈশাখী না যাওয়ার পর দেখা যায় বিজেপি রাজ্য দফতরে তাঁদের ঘরে তালা পড়ে গিয়েছে। এরই মধ্যে দীপক হালদারের এন্ট্রি নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। যদিও দীপক বাবু বলেছেন, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এসেছিলেন। জয়নগরের মোয়া দিতে গিয়েছিলেন। গিয়ে দেখেন আবু তাহের বসে রয়েছেন সেখানে। ফলে দুটি প্রশ্ন উঠছে। এক, বিজেপি নিয়ে বীতশ্রদ্ধ শোভনকে তৃণমূলে ফেরানোর কৌশল নাকি নাকি তৃণমূল বিধায়ক তথা নেতাদের বিজেপিতে যাওয়ার দৌত্য?
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন