নিজস্ব সংবাদদাতা : শীতের মুখে কলকাতায় লাফিয়ে বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা। বিশেষজ্ঞরা বলছে, দূষণের মাত্রা এতখানি বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। জনপ্রিয় স্বাস্থ্য পোর্টাল ‘প্র্যাক্টো’ বলছে, অনলাইনে অনেকেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিত্সকদের পরামর্শ নিচ্ছেন। অধিকাংশ মানুষেরই শ্বাসকষ্ট, ধুলোয় এলার্জি, অ্যাজমা, শুষ্ক কাশির মতো রোগের প্রকোপ বাড়ছে। বলা হয়েছে, মূলত ২১-৩০ বছর বয়সী মানুষের মধ্যে ৩৪ শতাংশ এমন সমস্যায় ভুগছেন। ৬০ বছর বা তার ঊর্ধ্বে রয়েছেন এমন তাদের ২৮ শতাংশের এই সমস্যা দেখা দিচ্ছে। এদের মধ্যে ৭৯ শতাংশ পুরুষের শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের অনেক কারণ আছে , “যেহেতু শীতল বাতাসের ঘনত্ব বেশি, তাই ধূলিকনা অনেকক্ষণ ধরে বাতাসে ভেসে থাকে। ন্যাড়া পোড়ানো, নির্মাণকাজের আধিক্য, বাজি পোড়ানোর জেরে বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। কখনও কখনও বাইরের বাতাসের মতো ঘরের ভিতরের বাতাসও দূষিত হচ্ছে।কারণ, বিষাক্ত কণা বদ্ধ ঘরের ভিতরে রয়ে যাচ্ছে। যার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে।” বেশিরভাগ ক্ষেত্রেই দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুণের মতো মেট্রো শহরে এই ধরনের সমস্যা বাড়ছে। তার মধ্যে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং কলকাতায় অক্টোবর এবং নভেম্বর মাসে শ্বাসকষ্টজনিত সমস্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছে, ‘প্র্যাক্টো’।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন