নিজস্ব সংবাদদাতা : ১৯৮৯ সালে ১৫ নভেম্বর করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। এই উপলক্ষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রবিবার সোশ্যাল মিডিয়ায় সচিনের প্রথম ও শেষ আন্তর্জাতিক ম্যাচের ছবি পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘এই দিনে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। ২০১৩ সালে এই দিনই কিংবদন্তি শেষ বারের মতো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ’। ১৫ নভেম্বর ক্রিকেটপ্রেমীদের কাছে নিছক একটা দিন নয়, তার চেয়ে অনেক বেশি। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৫ রান করেছিলেন সচিন। ওয়াকার ইউনিসের বলে বোল্ড হয়ে ফিরেছিলেন তিনি। আর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের শেষ টেস্টে সচিনের ব্যাটে এসেছিল ৭৪। লম্বা কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছেন সচিন। তার মধ্যে টেস্টে শতরানের সংখ্যা ৫১। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর মোট রান যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬। কেরিয়ারে মোট ৬টি বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে তিনি বিশ্বকাপও জিতেছেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’