নিজস্ব সংবাদদাতা : বলিউডের মুন্না ভাইয়ের কাছে হার মানছে রাজ রোগ – ক্যান্সার , সঞ্জয় দত্তের ক্যান্সার ধরা পড়ার পর গোটা ইন্ডাস্ট্রি সহ তাঁর অনুরাগীরা ভেঙে পড়েছিলেন । কিন্তু তাও সাহসে ভর করে যুদ্ধের জন্যে তৈরী ছিল বি – টাউন এর মুন্না ভাই ।ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চলছে কেমোথেরাপি। দুবাই থেকে তড়িঘড়ি মুম্বইতে ফেরার পর কেমোথেরাপি নিতে শুরু করেন সঞ্জয় দত্ত। হাতে একগুচ্ছ কাজ রয়েছে। সেই কারণেই তিনি ক্যানসারে চিকিতসার জন্য এই মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে যাবেন না বলে জানান । যেমন কথা তেমনি কাজ। কেমোথেরাপি নেওয়ার মাঝেই এবার শ্যুটিং শুরু করার প্রস্তুতি নিতে শুরু করলেন সঞ্জয় দত্ত। শীঘ্রই কেজিএফ টু-এর শ্যুটিং শুরু করবেন তিনি ।সম্প্রতি একটি স্যালোঁতে হাজির হন সঞ্জু বাবা । সেখানেই নিউ হেয়ার কাট করান বলিউডের মুন্নাভাই। পাশাপাশি আরও জানান, কেমোথেরাপির জন্য তাঁর মুখে একটু আধটু দাগ পড়েছে ঠিকই কিন্তু তিনি ক্যানসারকে ঠিক হারিয়ে দেবেন। ক্যানসারের সঙ্গে লড়াইতে তিনি জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন সঞ্জয় দত্ত। সম্প্রতি কোভিড পরীক্ষা করাতে গিয়ে ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। জানা যায়, বর্তমানে ফুসফুসের ক্যানসারের স্টেজ ফোরে রয়েছেন সঞ্জয় দত্ত। বলিউডের মুন্নাভাইয়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর জোর শোরগোল শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে। কিন্তু তার শুটিং ফ্লোর -এ ফেরার খবর শুনেই উচ্ছসিত সঞ্জয় দত্তের ফ্যানেরা ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল