নিজস্ব সংবাদদাতা : অনেকেই ভুলো মনের হয়, এখানে ওখানে জিনিস রেখে ভুলে যায়। তা বলে নিজের শিশুসন্তানকে ট্যাক্সিতে ফেলে রেখে যেতে পারেন কেউ? হ্যাঁ পারেন, তাড়াহুড়োয় ঘুমন্ত ছোট্ট শিশুকে ট্যাক্সিতে রেখেই নেমে গেলেন এক দম্পতি। খুলেই বলা যাক ঘটনাটা। পুলিস সূত্রে খবর, এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। তাঁদের সঙ্গে ছিল তাঁদের সন্তানও। ক্লান্ত হয়ে ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল সে। এরপর গন্তব্যে পৌঁছায় ট্যাক্সিটি। আর পৌঁছতেই তাড়াহুড়োতে গাড়ি থেকে নেমে চলে যান ওই গুনধর দম্পতি। বাচ্চা যে পাশেই ঘুমাচ্ছে তা ভুলে যান তাঁরা। অন্যদিকে ট্যাক্সিচালকও চলে যান গাড়ি নিয়ে। এরপর খানিক দূর যাওয়ার পর তিনি খেয়াল করেন পিছনে বাচ্চাটি রয়েছে। তত্ক্ষনাত্ NSCBI ট্রাফিক গার্ড পুলিসে ঘটনাটি জানান ওই ট্যাক্সি চালক। এরপর ওই ট্যাক্সি চালকের সাহায্য় নিয়ে বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বিচিত্র এই ঘটনায় স্বাভাবিকভাবেই শিশুর বাবা মা-এর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলছেন সকলে। কেউ কেউ আবার শাস্তির দাবিও তুলেছেন ওই দম্পতির।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত