নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসী লোকসভা কেন্দ্রে বিধান পরিষদের দু’টি আসন ছিনিয়ে নিল সমাজবাদী পার্টি। তার মধ্যে একটি আসন সংরক্ষিত ছিল গ্র্যাজুয়েটদের জন্য। অপর আসনটি সংরক্ষিত ছিল শিক্ষকদের জন্য। মঙ্গলবার বিধান পরিষদের ১১টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে পাঁচটি ছিল স্নাতকদের জন্য এবং ছয়টি আসন ছিল শিক্ষকদের জন্য সংরক্ষিত। মোট ১৯৯ জন প্রার্থী লড়েছিলেন। ফল ঘোষণার পর ১১টি আসনের মধ্যে চারটি বিজেপি, তিনটি সপা এবং একটি নির্দল প্রার্থী জেতেন। শিক্ষকদের আসনে জয়ী সপা প্রার্থী লাল বিহারী বললেন, ‘এটা বিশাল জয়। আমি আমাদের ফলে খুশি।’ ১০ বছর পর এই দুটি আসন হাতছাড়া হল বিজেপির। যে ছয়টি রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদে বিভাজিত আইনসভা, তার অন্যতম উত্তরপ্রদেশের বিধান পরিষদে মোট ১০০ জন সদস্য আছেন। গত ১০ বছর সেখানে বিজেপিরই প্রতিপত্তি ছিল। সেখানে সপার এই উত্থান একদিকে যেমন অবাক করেছে রাজনৈতিক মহলকে, তেমনই চিন্তার রেখা বিজেপির চোখেমুখে। এনসিপি নেতা শরদ পওয়ার বলেছেন, ‘গত একবছরে মহা বিকাশ আগাদি যে কাজ করেছে, তাতে সন্তুষ্ট হয়েছেন রাজ্যের মানুষ। ভোটে তারই প্রতিফলন হয়েছে।’ এনসিপি-র সাংসদ সুপ্রিয়া সুলে এদিন শাসক জোটের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল