নিজস্ব সংবাদদাতা : আধার সংযুক্তিকরণের ক্ষেত্রেও ফের বড়সড় নির্দেশ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেখানে আগামী বছর মার্চের মধ্যেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে সরকার। অন্যথায় বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট।ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি করণের বিষয়ে আগেও একাধিকবার ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা পাঠায় কেন্দ্র। কিন্তু তারপরেও অনেক ব্যাঙ্কই সম্পূর্ণ করতে পারেনি সেই কাজ। আর তাতেই অসন্তোষ প্রকাশ করে এবার রীতিমতো কড়া বার্তায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আধার সংযুক্তিকরণের পাশাপাশি প্যান কার্ড লিঙ্কের কাজ দ্রুত গতিতে শেষ করতে জোরালো বার্তা দেন তিনি। দেশের ডিজিট্যাল পেমেন্ট ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে এছাড়াও আর কোনও উপায়ও নেই বলে জানান তিনি। আর এই ক্ষেত্রে গ্রাহকদের বোঝানোর পাশাপাশি তাদের ডিজিট্যাল পেমেন্টের রাস্তা পরিষ্কার করতে অগ্রণী ভূমিকা নিতে হবে ব্যঙ্কগুলিকেই, এমনটাই মত নির্মলার।শুধু তাই নয়, UPI পেমেন্ট ব্যবস্থা এবং RuPay কার্ডের ব্যবহারের ওপরেও জোর দিতে বলেন নির্মলা সীতারামন। তাঁর কথায়, ”প্রতিটি ব্যাংকে UPI শব্দটি একটি বহুল ব্যবহৃত শব্দে পরিণত হওয়া উচিত। আর কেউ যদি কার্ড নিতে চায়, আপনারা অবশ্যই তাঁকে প্রথমে RuPay কার্ড দেবেন।”সাইবার হামলা রুখতে ব্যাংকগুলোকে উপযুক্ত ব্যবস্থা নিতেও নির্দেশ দেন নির্মলা।উল্লেখ্য, মোদি সরকারের জমানায় আধার কার্ডকেই প্রধান পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া চালু করা হয়।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন