নিজস্ব সংবাদদাতা : নিউনর্মালে সম্পূর্ণ খুলে গেল রাজ্যের সমস্ত সিনেমা হল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমা হলগুলি ১০০ শতাংশ খোলার অনুমতি দেন। বর্তমানে করোনা মহামারীর কারণে সিনেমা হলগুলিতে কেবল ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্যের মুখ্যসচিবকে সিনেমা হলগুলির ১০০ শতাংশ আসন ব্যবহারের অনুমতি দানের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছি। এর আগে ৪ জানুয়ারি তামিলনাড়ু সরকার সিনেমা, থিয়েটার হল এবং মাল্টিপ্লেক্সের অধিগ্রহণ ১০০ শতাংশ বাড়ানোর জন্য অনুরূপ আদেশ জারি করেছিল। তবে, তামিলনাড়ু সরকারকে তার আদেশ প্রত্যাহার করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তামিলনাড়ুর পর বাংলাতেও ১০০ শতাংশ সিনেমা হল খোলার কথা জানানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজকাল এমন মেশিনও পাওয়া যায় যা দিয়ে কেবল পাঁচ মিনিটের মধ্যে পুরো হলটি স্যানিটাইজ করতে পারবেন। প্রত্যেক দর্শক বা শ্রোতারও উচিত নিজস্ব স্যানিটাইজার বা টিস্যু পেপার ব্যবহার করা। মুখ্যমন্ত্রী সিনেমা দেখতে আসা দর্শকদের মাস্ক পরার কথাও মনে করিয়ে দেন। তবে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক্ষেত্রেও বাধ সাধবে! তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে জানিয়েছেন, সিনেমা হল মালিকদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি শোয়ের পরে হল স্যানিটাইজ করতে হবে।
Report by Web Desk
Reported on – 10/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব