নিজস্ব সংবাদদাতা : পরিবহণ কর্মীদের স্বাস্থ্যসাথী-সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেতে যাতে কোনও সমস্যা না হয় সেকারণে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে সরকারের তরফে। যার চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মাদান মিত্রকে। দায়িত্ব পেয়েই স্বমেজাজে মদন মিত্র। ফেসবুক লাইভে এসে বললেন, ‘আনঅর্গানাইজড সেক্টরের কর্মী এবং পরিবহণ কর্মীদের সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যসাথীর সুবিধা পাইয়ে দিতে সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতে আমি একটা অফিস করব। আমি দুই-একদিনের মধ্যেই জানিয়ে দেব কোথায় অফিস করা হবে, কোথায় তাঁরা আবেদন করবে। তবে আমাকে ই-মেল বা হোয়াটসঅ্যাপ করেও আবেদন করতে পারেন। সবাই যাতে এই সুবিধা পায় তা আমি দেখব।’ কিছুদিন আগে এই মদন মিত্রই ফেসবুকে ‘প্যাক আপ’ কথাটি লিখে সাড়া ফেলে দিয়েছিলেন। অনেকেই ভাবতে শুরু করেছিলেন তবে কি অন্য সুরে গাইছেন মদন? নতুন দায়িত্ব পাওয়ার পর ‘প্যাক আপ’ প্রসঙ্গে মদন মিত্র বলেন , ‘আমার প্যাক-আপ মন্তব্যের অর্থও ছিল এটা যে, অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। এখনও যদি আমরা গোটাটা প্যাক আপ না করে বেঁধে ফেলতে না পারি তা হলে হবে না। প্যাক আপ মানে শুধু রং তোলা নয়, এর মানে গেট আপও। এখন গেট আপের সময়।’ পাশাপাশি তাঁর দাবি, ‘ আমাদের সবটাই লাইভ এবং মানুষের সামনে। এখন মুখ আর মুখোশের লড়াই ছেড়ে দিয়ে আসুন আমরা তৃণমূলের মুখশ্রীটা ভাল করি’।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন